এই মুহূর্তে জেলা

তারকেশ্বর মন্দিরে পূর্নম সাউকে দেখে ভিড়, সেলফি তোলার হিরিক

হুগলি, ২৮ মে:- স্ত্রী মানত করেছিলেন পূর্নম ঘরে ফিরলে তারকেশ্বরে পুজো দেবেন, ইচ্ছা পূরণ করতে স্বপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউ। জওয়ানের সঙ্গে ছিলেন মা দেবন্তি দেবী, স্ত্রী রজনী, পুত্র আরব এবং কয়েক জন আত্মীয়। এদিন দুপুর বারোটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন পাকিস্থান রেঞ্জার্স এর হাতে ২২ দিন বন্দি থাকা ভারতীয় বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। গত ২৩ মে রিষড়ার বাড়িতে ফেরেন তিনি। তার ঘরে ফেরায় উৎসব হয় রিষড়ায়। রীতিমত সেলিব্রিটি হয়ে যান তিনি।

তবে পুজো দিতে এসে পরিচয় গোপন রেখে সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন।ঠিক সেই সময় মন্দিরের এক পুরোহিত বিএসএফ জওয়ানকে চিনে ফেলেন।তরঘিরি তাঁকে ও তার পরিবার কে লাইন থেকে সরিয়ে বিশেষ ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন পুরহিতরা মিলে।পুর্নম মন্দিরে এসেছেন শুনে মন্দিরে ভিড় জমান বহু মানুষ,এমনকি তাঁর সাথে সেলফি তোলেন অনেকে। পুরহিতদের দাবি দেশের রিয়েল নায়ক কে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিতে পেরে নিজেদের ধন্য মনে করেছেন। অন্য দিকে পুর্নম বলেন, মায়ের ইচ্ছা পূরণ করতে তারকেশ্বর মন্দিরে আসা।