হুগলি, ১৭ মে:- শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। শ্রীরামপুর বিজেপি জেলা অফিস কেএম সাহা স্ট্রিট থেকে শুরু হয় শোভাযাত্রা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কর্নেল সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিং, পাকিস্তানের ড্রোন হানাকে নাস্তানাবুদ করে অপারেশন সিঁদুরে হিরো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এর হাতিয়ার এ-৪০০ র ছবি ও কাট আউট নিয়ে শোভাযাত্রা।
একশ ফুটের রেতঙ্গা নিয়ে রাজপথ ধরে এগিয়ে চলে রঙিন শোভাযাত্রা। ব্যান্ডপার্টিতে দেশাত্মবোধক গানের তালে বিজেপি কর্মিরা অংশ নেয়। উপস্থিত ছিলেন,পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব।