হুগলি, ২৫ মার্চ:- গতকাল হাওড়া বেলগাছিয় ধস কবলিত এলাকায় পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি অভিযোগ করেন পুলিশ তাকে মারধর করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে জেলায় জেলায় বিজেপির অবরোধ বিক্ষোভ। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়
পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। অফিস টাইমে জি টি রোড অবরুদ্ধ হয়ে পড়ায় যানজটের মুখে নিত্যযাত্রীরা। পরবর্তীতে উত্তরপাড়া থানার সামনে বসে ঝান্ডা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে জিটি রোড থেকে অবরোধ হটিয়ে দেওয়া হয়।