হাওড়া, ২১ মার্চ:- শুক্রবার ভোর চারটে নাগাদ নিবেদিতা সেতুতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কাপড় বোঝাই লরির পিছনের চাকা ফেটে বিপত্তি। ব্রিজ থেকে নিচে ছিটকে পড়েন লরির উপরে বসে থাকা ৬ জন কাপড় ব্যবসায়ী। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের খবর। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। লরির ভিতরে থাকা ড্রাইভার সহ তিনজন প্রাণে রক্ষা পান। তাঁরা সামান্য জখম হন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবরা থেকে অঙ্কুরহাটিতে কাপড় নিয়ে যাচ্ছিল লরিটি। নিবেদিতা সেতুর টোল রোডে দুর্ঘটনাটি ঘটে। নিবেদিতা সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ এবং বালি ট্রাফিক পুলিশ। পুলিশ সকলকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চারজনের মৃত্যু হয়। লরিটিতে মধ্যে মোট ৯ জন ছিলেন। বাকি ৫ জন আহতের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।