এই মুহূর্তে জেলা

কালার থেরাপি নয়, আগামীকাল সাত রঙে মাতবেন রচনা।

হুগলি, ১৩ মার্চ:- একেক দিন একেক রংয়ের শাড়ি পড়া নিয়ে রচনা বলেছিলেন আমি ‘কালার থেরাপি’ করি। বার দেখে রং পড়ি। তবে, আগামীকাল কোন রঙে মাতবেন? সাংসদের জবাব, কাল কালার থেরাপি নয়। কাল সাত রঙ থাকবে। আগামীকাল যদি গত লোকসভায় আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? প্রশ্ন শুনে অবাক রচনার সাফ জবাব, আপনারা এমন কেন বলেন বলুন তো! ওকে (লকেট) আমি এখনও কো-ষ্টার ভাবি। আমার দুর্ভাগ্য অত দিনের প্রচার পর্বে লকেটের সঙ্গে দেখা হয়নি। দেখতেন, দেখা হলে চা খেতাম, গল্প করতাম।”

এ দিন বিকেলে চুঁচুড়ার ১৩ নম্বর ওয়ার্ডের প্রতাপপুরে কাউন্সিলর জয়দেব অধিকারীর আয়োজনে বসন্ত উৎসব হয়। সেখানেই আসেন রচনা। মঞ্চ থেকে সকলকে দোল ও হোলির পাশাপাশি মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা জানান। ঈদের প্রাক্কালে সংখ্যালঘু মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেন। একই সঙ্গে কচিকাচাদের হাতে রং ও পিচকারি তুলে দেন। তাদের সঙ্গে কিছুক্ষণ আবির খেলায় মাতেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের ‘চ্যাংদোলা’ মন্তব্য প্রসঙ্গে রচনা বলেন, উনি এমন ধরনেরই কথা বলেন। ওঁর কথার কোনও উত্তরই দেওয়া উচিত নয় বলেই আমি মনে করি।