এই মুহূর্তে জেলা

দুপুরের খাওয়া নিয়ে বিভ্রাট চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

হুগলি, ৮ মার্চ:- শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে বিভ্রাট। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। হঠাৎ করে কি হল? তাহলে কি খাবারে কিছু পড়েছে? এই নিয়েই আতঙ্কিত হয়ে ওঠেন রোগী সহ রোগীর পরিজনেরা। রোগীর পরিবার সূত্রে খবর, এ দিন সকাল ১১টার পরে তিনতলায় মহিলাদের সাধারণ বিভাগে খাবার দেওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সিস্টাররা ছুটে এসে জানান খাবার দেওয়া বন্ধ করে দিন। যাঁরা যাঁরা পেয়েছেন খাবেন না। ততক্ষণে এক আধ গ্রাস কেউ মুখে ঢুকিয়েছেন। তড়িঘড়ি সকলে খাবার ফেলে দেন। এরপরেই সাধারণের মনে প্রশ্ন ওঠে তাহলে খাবারে কি বিষক্রিয়া! যদিও রান্না ঘরের দায়িত্বে থাকা কুন্তল বিশ্বাসের দাবি, সাড়ে ন’টা নাগাদ সকালের টিফিন দেওয়া হয়েছিল।

দুপুরের খাবার দেওয়ার কথা সাড়ে ১২টা নাগাদ। কিন্তু তার অনেক আগেই খাবার চলে গিয়েছিল। তাই বন্ধ করে দিতে বলা হয়েছিল। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তী অবশ্য কোনওরকম ঝুঁকি না নিয়ে নিজেও রান্নাঘরে গিয়ে খাবার চেখে দেখেন। তিনি বলেন, খাবার আগে পৌঁছে যাওয়ার জন্যই পরিবেশন করতে বারণ করা হয়েছিল বলেই মনে হচ্ছে। তবে, যে কর্মী পরিবেশন করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে কাজ ছিল বলে আগে খাবার দিয়ে চলে যেতে চেয়েছিলেন বলে শুনলাম। তবুও রোগীদের ব্যাপার। আমরা কোনওরকম ঝুঁকি না নিয়ে খাবার চেখে দেখেছি। পাশাপাশি এই খাবারের নমুনা সংগ্রহ করে রাখছি। ফুড সেফটি দফতরের মাধ্যমে পরীক্ষা করেও দেখা হবে।