এই মুহূর্তে জেলা

যাদবপুরের ঘটনার প্রতিবাদে শ্রীরামপুরে এসএফআইয়ের পথ অবরোধ, পুড়লো শিক্ষামন্ত্রীর ছবি।

হুগলি, ২ মার্চ:- গতকাল বাম ও তৃণমূল ছাত্র পরিষদের ক্যাম্পাসের মধ্যে চরম বিশৃঙ্খলা। মূলত, ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এই উত্তেজনা। আহত উপাচার্যও। বিক্ষোভ দেখাতে গিয়ে আহত এক ছাত্রও। তারপর থেকেই একদিকে যেমন রাস্তায় হাঁটতে দেখা যায় তৃণমূলকে অন্যদিকে এর মধ্যেই বিভিন্ন জায়গায় মিছিল সংঘটিত হয় এস এফ আই।

রোববার বিকেলে শ্রীরামপুর থানা থেকে শ্রীরামপুর বটতলা মোড় পর্যন্ত মিছিল করে আসে এসএফআই কর্মী সমর্থকরা। বটতলার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে ব্রাত্য বসুর ছবি হাতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। অবশেষে বটতলা পাঁচ মাথার মোড়ে বসুর ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীরামপুর বটতলা। এখনো অবরোধ চলছে।