পানাগড়, ১ মার্চ:- পানাগড় বাজারে সড়ক দুর্ঘটনায় চন্দন নগড়ের যুবতীর মৃত্যুর ঘটনায় অন্য গাড়ির মালিক তথা পানাগড়ের বাসিন্দা বাবলু যাদব কে নিয়ে ঘটনার পুনর্নির্মানের জন্য রওনা দিলো কাঁকসা থানার পুলিশ। প্রথমে তাকে গলসির পেট্রোল পাম্প সহ যে স্থানে দুর্ঘটনা ঘটে সেখানে নিয়ে যাওয়া হবে পরে কাঁকসা থানায় রাখা গাড়ি দুটির কাছে নিয়ে যাওয়া হবে।
