এই মুহূর্তে জেলা

আবারও ইন্ডিয়া জোটের মমতাকে করার পক্ষে সওয়াল কল্যাণের।

হুগলি, ৯ ফেব্রুয়ারি:- বিজেপিতে আপের পরাজয় বিজেপির দিল্লী দখল,প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কাজের কাজ হবে।আর একটা যদি গাইড লাইন তৈরী হয় সেটা সব শরিক যদি মানে তবে কিছু হবে আগামী দিনে।না হলে যেমন আছে তেমন চলবে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না। ২০২৬ পশ্চিমবঙ্গে বিজেপি ত্রিশটা সিটও পাবে না।

ওদের বিরোধী দলনেতা হবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না। যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে। আগামী দিনেও কমবে না, বাড়বে। কুম্ভমেলা দেখিয়ে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ। আজ কোন্নগরে মাতৃসদন হাসপাতালে এক অনুষ্ঠানে এসে বলেন শ্রীরামপুরের তৃনমূল সাংসদ।