এই মুহূর্তে জেলা

রোড সেফটি মেলা আয়োজিত হল চুঁচুড়ায়

হুগলি, ৩১ জানুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে দেশের মধ্যে অনেকটাই ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে দেশের চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়ে এইচআর বলে দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলা ২০২৫ আয়োজিত হয়। সেখানে পরিবনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত জাভালগি, হুগলি জেলার পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলির আঞ্চলিক পরিবহন আধিকারিক শুভাশিস ঘোষ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী।

এরপর উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সামনে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বকবি রাখেন উপস্থিত ব্যক্তিরা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিগত দিন হওয়া তিনটি প্রতিযোগিতায় জয়ী মোট ৩০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এরপর উপস্থিত বেশকিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। সেখানে তৃণমূল কাউন্সিলর সহ অনেক তৃণমূল নেতা কর্মীদের মঞ্চে উঠে হেলমেট নিতে দেখা যায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও এ বিষয়ে মন্ত্রীর সাফাই, অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কিছু মানুষকে হেলমেট দেওয়া হয়েছে। সামনে যাঁরা ছিলেন তাঁরাই পেয়েছেন।