এই মুহূর্তে দেশ

রাজধানীর ভোট প্রচারে এবার কার্তিক চন্দ্র পাল।

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখা গিয়েছে, দিল্লি সহ একাধিক রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রচার, প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লির একাধিক প্রথম সারির নেতৃত্ব ও মন্ত্রীরা। এবার দিল্লিতে প্রচারে নামছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য জোড়কদমে চলছে বিজেপির প্রচার। আম আদমি পার্টিকে পরাজিত করে দিল্লির মসনদ দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। ফেব্রুয়ারির প্রথম তিন দিন শেষ বেলার প্রচার চলবে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল প্রচার করবেন গুরুত্বপূর্ণ কেন্দ্র কৃষ্ণনগরে। বিজেপির প্রতীক চিহ্নে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডক্টর অনিল গোয়েল।

দাপুটে এই প্রার্থীর সমর্থনে প্রচার করবেন রায়গঞ্জ লোকসভার সাংসদ। এই কেন্দ্র থেকেই আম আদমি পার্টির প্রার্থী রয়েছেন বিকাশ বাজ্ঞা। ২০১৫ সাল থেকে এই কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রটি দখলে রেখেছে আম আদমি পার্টি। কেন্দ্রের মোদি সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই এই কেন্দ্রে প্রচার চালাচ্ছে বিজেপি। মূলত হিন্দু ভোটকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রাখতেই প্রচারে নামানো হচ্ছে বঙ্গের এই দক্ষ সংসদ কে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আগামী ৫ ই ফেব্রুয়ারি নির্বাচন। ফলাফল ৮ ই ফেব্রুয়ারি।