এই মুহূর্তে দেশ

মহাকুম্ভে মহা-বিপত্তি

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি:- মহাকুম্ভে মহা-বিপত্তি। মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ থেকে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই সাধু-সন্তরা অমৃত স্নান শুরু করলেন।