এই মুহূর্তে জেলা

মেগা অঙ্কন প্রতিযোগিতা ও নাগরিক সংবর্ধনা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।

তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- প্রতিবছরের মতো এবছরও সাধারণতন্ত্র দিবসে বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে এক মেগা বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পাশাপাশি এদিন ওয়ার্ডের চার হাজার মহিলাকে সম্মান জানানো হয়। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হুগলি জেলা, জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রবিবার সাধারণতন্ত্র দিবসের সকালের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন। এরপর শুরু হয় প্রতিযোগিতা। হুগলি জেলার সবথেকে বড় এই অনুষ্ঠানটিতে অংশ নেন বিভিন্ন বয়সের প্রায় তিন হাজার ক্ষুদে শিল্পীরা। রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন তাদের মনের অভিব্যক্তি। সঙ্গে ১০ নম্বর ওয়ার্ডের বসবাসকারী প্রায় চার হাজার মহিলাকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সম্মান জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায, উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, বৈদ্যবাটি পুরসভার পুর প্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা, ডানকুনির পুরপ্রধান হাসিনা সবনম, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা ও কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান আমার এলাকার নাগরিকদের সম্মান জানাই। এর সঙ্গে সঙ্গে হুগলি জেলার সবথেকে বড় বসে আঁকা প্রতিযোগিতা প্রতি বছর এই দিনটিতে হয়। এ বছরও আমরা তা করছি এবং সারা বছর আমার ওয়ার্ডের সমস্ত নাগরিকদের পাশে থাকতে পেরে আমি নিজেকে তৃপ্ত অনুভব করি। অন্যদিকে আজকে যেসব মহিলাদের সম্বর্ধনা দেয়া হয় তারা জানান আমাদের পুর প্রতিনিধি সুবীর দা সারা বছর আপদে-বিপদে এলাকার মানুষের সঙ্গে থাকেন যেকোনো বিষয়ে তার কাছে গেলে আমরা কখনো নিরাশ হয়ে ফিরিনা।