হুগলি, ২৩ জানুয়ারি:- ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে (কভার) চন্দননগর কলেজ। বৃহস্পতিবার কলেজের ঐতিহাসিক ভবনের অডিটরিয়ামে ওই খামের আত্মপ্রকাশ ঘটল। উপস্থিত ছিলেন ডাকবিভাগের অধিকর্তা (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাকের অধিক্ষক দেবরাজ শেঠি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজ অধ্যক্ষ দেবাশিস সরকার সহ শিক্ষক-শিক্ষিকা ও প্রক্তনীরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এরপর ওই খাম’টির আত্মপ্রকাশ ঘটে। ১৮৬২ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে পথচলা শুরু করা চন্দননগর কলেজের ইতিহাসে জড়িয়ে রয়েছে
চারুচন্দ্র রায়, কানাইলাল দত্ত, রাসবিহারী বসুদের মত বিপ্লবীদের নাম। ১৯০৮ থেকে ১০৩১ বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ব্রিটিশ সরকারের চাপে টানা ২৩ বছর বন্ধ ছিল এই কলেজ। এমনই নানাবিধ ইতিহাসের সাক্ষী এই কলেজকে বিশেষ খামে জায়গা দিতে চেয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিল ভারতীয় ডাক বিভাগ। সেই ডাকে সাড়া দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ডাকবিভাগের অধিকর্তা (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলি জানান, সাধারণত কোনও বিষয়কে নিয়ে বিশেষ খাম তৈরি হয় ৫০০ থেকে ২০০০। কিন্তু চাহিদা বাড়বে ধরে নিয়েই চন্দননগর কলেজকে নিয়ে মোট ৫ হাজার খাম তৈরি হয়েছে।