এই মুহূর্তে জেলা

ডাকবাক্স এখন অতীত, সমন্বয় বাড়াতে গ্রামে গ্রামে এমনই বাক্স বসালো পোলবা থানার পুলিশ।

হুগলি, ২২ জানুয়ারি:- হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত পোলবা থানার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।পোলবা পুলিশের পক্ষ থেকে জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়কে আরো সুদৃঢ় করার জন্য পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংগ্রামপুর মোড় ও পাউনান লাইব্রেরীতে দুটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। যেখানে সাধারন মানুষ তাদের অভিযোগ পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন। পোলবা থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার ছটি গ্রাম পঞ্চায়েতে বারোটি জায়গায় এই বাক্স বসানো হয়েছে। যেখানে সিসি ক্যামেরা নেই এমন জায়গাকেই বেছে নেওয়া হয়েছে। যাতে অভিযোগ পত্র জমা করবেন যারা তাদের পরিচয় গোপন থাকে।

হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে জনসাধারণের কাছে সামাজিক মাধ্যমে আবেদন করা হয়েছে, আপনার এলাকায় কোন দীর্ঘ আইন শৃঙ্খলা জনিত কোন ঘটনা বা বেআইনি কার্যকলাপ অথবা কোন ঘটনা যেটি প্রশাসনকে জানানো প্রয়োজন বলে আপনারা মনে করেন সেগুলিকে একটি সাদা কাগজে লিখে এই ড্রপবক্সের মধ্যে ফেলে আপনারা সরাসরি আপনার অভিযোগটি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার নাম পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আপনাকে আর সময় ব্যয় করতে হবে না অভিযোগ জানানোর জন্য আর কোন ভয়ও পেতে হবে না যে আমার পরিচয় যদি সবাই জেনে যায়।

নিজেরা সুরক্ষিত থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। পোলবা থানা ও হুগলি গ্রামীন জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে। এর আগেও দেখা গেছে পোলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে। আর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও বিরোধী বিজেপির কটাক্ষ, পুলিশ মানুষের সঙ্গে থানায় ভালো ব্যবহার করেনা বলেই গ্রামে অভিযোগ বাক্স বসাতে হচ্ছে। অপরাধ কমাতে গেলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার। সেটা করলেই আর অভিযোগ বাক্স বসাতে হয়না, বলেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ।