উঃ২৪পরগনা, ২১ জানুয়ারি:- ব্যারাকপুর অতিন্দ্র কম্পপ্লেক্সে ভয়াবহ আগুন।আগুনে ছাড়খার ১ তলা ৫ তলা কমপ্লেক্স। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে আগুন। পাশের একটি ছোট চাইনিজ রেস্টুরেন্টে থেকে আগুনের সুত্রপাত। এরপর নিমিষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন তারপর দমকলের আরো চারটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে।দমে আতংকিত স্থানিয় বাসিন্দারা।
তবে এখনো পর্যন্ত্য হতাহতের কোন খবর নেই। ক্ষতির পরিমান ও প্রচুর। ঘটনাস্থলে এসে পৌছান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং বিধায়ক রাজ চক্রবর্তী। তারা জানান, কি থেকে আগুন আর কোন গাফিলতি আছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।