এই মুহূর্তে জেলা

গঙ্গাসাগরে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে।

হাওড়া, ১৪ জানুয়ারি:- গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে। এদিন ওই অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ায়। গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসা ওই তীর্থযাত্রীকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ডে।

সেখান থেকে ওই অসুস্থ তীর্থযাত্রীকে নামিয়ে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে গ্রীন করিডোর করে ওই রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয় বাঙুর হাসপাতালের উদ্দেশ্যে। গোটা ব্যবস্থা তত্ত্বাবধান করেন হাওড়ার সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।