এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার রবীন্দ্রভবনে ফের জেলা শিল্প সম্মেলন।

হুগলি, ৩ জানুয়ারি:- সম্মেলনে জেলার প্রায় আড়াইশো শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য সহ জেলা ও রাজ্যের সরকারি আধিকারিক এবং জন প্রতিনিধিরা।, ‘রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচি ও ব্যবসা সহায়ক ইকো-সিস্টেম সুনিশ্চিত হওয়ায় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ। তিনি বলেন, এর ফলে বহু মানুষের কর্মসংস্থান হবে।’

সম্মেলনে জেলার শতাধিক শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। প্রশাসনের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা ওইকরে জেলাশাসকের আশ্বাস, উদ্যোগপতিদের যে কোনও সমস্যায় জেলা প্রশাসন পাশে আছে। তিনি বলেন, শিল্পোন্নয়নের কথা চিন্তা করে এখানে সড়ক পরিবহণের ক্রমশ উন্নতি হচ্ছে। চলছে অন্যান্য পরিকাঠামোর সার্বিক উন্নয়ন। বেচারাম মান্না মঞ্চে বলেন, একটি বড় শিল্পে চার কোটি টাকা লগ্নি হলে মাত্র ১ জনের কর্মসংস্থান হতে পারে। কিন্তু ছোট শিল্পে ওই পরিমাণ টাকা লগ্নি হলে কমপক্ষে ২০ জন কাজ পেতে পারেন।