এই মুহূর্তে জেলা

সুকান্তর কটাক্ষের প্রতিবাদে কার্যত কাঞ্চনের পাশেই কল্যাণ।

হুগলি, ২৫ ডিসেম্বর:- কাঞ্চনের কোনো অন্যায় দেখছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নার্সিংহোম বিল করেছে তাই দিয়েছে। ডাক্তাররা বেশি বিল করে সেটা বলেছি। সুকান্ত কিছু জানে না ফচকে একটা। বলেন শ্রীরামপুর সাংসদ। কাঞ্চন শ্রীময়ীর সন্তান হওয়ার ছয় লাখ টাকা বিল জমা পড়ছে বিধানসভায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। আজ শেওড়াফুলিতে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাঞ্চনের বিল নিয়ে কটাক্ষ করেন। গরীবদের জন্য স্বাস্থ্য সাথী আর তৃনমূল বিধায়কের ছয় লাখ বিল প্রশ্ন তোলেন। কাঞ্চন মল্লিককে বগা কাঞ্চন বলেন। এর পাল্টা আজ শ্রীরামপুরে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়িয়ে বলেন, এব্যাপারে আমি কাঞ্চনের অন্যায় দেখছি না।

নার্সিংহোম বিল করেছে এতে কাঞ্চনের দোষ কোথায়। ডাক্তাররা আন্দোলন করছেন করুন কিন্তু এত বিল করেন কেন। সুকান্ত মজুমদার জানে না বিধায়করা স্বাস্থ্য সাথী পায়না। ফচকে ছেলে একটা। প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে কাঞ্চন মল্লিককে তার প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। সেদিন বলেছিলেন, মহিলারা ভালোভাবে নিচ্ছে না। ভীষন রি-অ্যাক্ট করছে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে চলে গিয়েছিলেন। তারপর তাদের আর একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এবার বিল বিতর্কে কাঞ্চনের পাশে দাঁড়ালেন কল্যাণ।