এই মুহূর্তে

সারদা মায়ের ১৭২তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।

হাওড়া, ২২ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রীসারদা মায়ের ১৭২তম পুণ্য জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকেই মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠের প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোর থেকেই শ্রীশ্রীমাতাঠাকুরাণীর জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজা, হোম ভজনের আয়োজন করা হয়েছে। শ্রীশ্রীমায়ের মন্দিরে সকাল সাতটা থেকে বিশেষ পুজোর আয়োজন করেছে বেলুড় মঠ। সভামণ্ডপেও রয়েছে বিভিন্ন অনুষ্ঠান।