এই মুহূর্তে জেলা

নাকায় ধরা পড়ল ৪০০ বস্তা রেশনের চাল! আটক ট্রাক, গ্রেপ্তার চালক।

হুগলি, ১৯ ডিসেম্বর:- ঘটনা ধনিয়াখালি থানার ভান্ডারহাটি ফিডার রোড এলাকার। হুগলি গ্রামীন পুলিশ সূত্রে জানা গেছে, গত কাল রাতে ভান্ডারহাটির ফিডারোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি দশ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০টি চটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ সরকার ফুড সাপ্লাই লেখা রয়েছে। চালের বস্তা গুলি রেশনের চাল বলেই অনুমান পুলিশের। কোথা থেকে আনা হচ্ছিল কোথায় যাচ্ছিল তার যথাযথ উত্তর দিতে না পারায় চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতরা সঞ্জয় দুলে এবং কার্তিক দুলে দুজনেই বাঁকুড়া জেলার বাসিন্দা। ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে বিপুল পরিমাণ চাল যা রেশনের বলে অনুমান তা কোথা থেকে তারা নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হবে। পাশপাশি আরো কেউ এই চাল পাচারের সাথে যুক্ত কিনা তা ও পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে।