এই মুহূর্তে জেলা

বেআইনিভাবে নেওয়া জলের লাইন কাটালেন বিধায়ক।

হুগলি, ১৫ ডিসেম্বর:- বেআইনি ভাবে নেওয়া জলের লাইন কাটিয়ে দিলেন বিধায়ক অসিত মজুমদার। রবিবার সকালে চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১ পঞ্চায়েতের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে বেশ কয়েকটি জলের লাইন কেটে দেওয়া হল। এ দিন পুলিশ ও জন স্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের নিয়ে সেখানে হাজির হন অসিত। সাধারণ পাইপ লাইন থেকে বিভিন্ন দোকানে লাইন যাওয়া দেখে মেজাজ হারান বিধায়ক।

তড়িঘড়ি ওই লাইন কাটার নির্দেশ দেন তিনি। সঙ্গে থাকা মিস্ত্রিরা মেন লাইন থেকে যাওয়া সেই সমস্ত অবৈধ জলের পাইপ লাইন কেটে দেন। বিধায়ক বলেন, জল জীবন মিশনে প্রত্যেকের বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু অসাধু লোক সেই সমস্ত লাইন দিয়েই বাণিজ্যিক ব্যবহারে জল টেনে নিচ্ছেন। ফলে সাধারণ মানুষের ঘরে জল পৌঁছচ্ছে না। এটা সম্পূর্ণ বেআইনি। বিধায়কের এমন পদক্ষেপে খুশি স্থানীয়রা।