এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।

হাওড়া, ২৮ নভেম্বর:- সদ্য শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমুল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ী হলেও হাওড়ার বালিটিকুরি সমবায় ব‍্যাঙ্কের নির্বাচনে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। সেইমতো বৃহস্পতিবার বালিটিকুরি সমবায় ব‍্যাঙ্কে কড়া নিরাপত্তার মধ‍্যে শুরু হয় নমিনেশন তোলার কাজ।

নমিনেশন তোলার জন‍্য প্রথম দিনেই দেখা যায় সকাল থেকে দীর্ঘ লাইন। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন নমিনেশন তোলা হবে। ৩০ তারিখ নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। বালিটিকুরী সমবায় ব‍্যাঙ্কের ৪২টি আসনের ভাগ‍্য নির্ধারণ হবে আগামী ২২ ডিসেম্বর, ২০২৪।