হাওড়া, ২৩ নভেম্বর:- পুরসভার ভিতরেই চলছিল জুয়ার ঠেক। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে হাওড়া পুরসভায় হানা দেয় পুলিশ। ১৩ জনকে হাওড়া থানার পুলিশ গ্রেফতার করে।
ধৃতদের শনিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতেরা হলো সাগর রাজবংশী, বিশাল সোনকার, বিশাল ভগত, অনিল সাউ, মহম্মদ শামস, আজিজ আহমেদ, ঋত্বিক জালাল, সুরজ কুমার, বিকাশ সাহানি, বাবলা রাও, আব্দুল কালাম, সাগর মল্লিক এবং সানি সাউ। অবৈধ জুয়া খেলার অভিযোগে এদের গ্রেফতার করা হয়।