হুগলি, ১৮ নভেম্বর:- চন্দননগর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃত রোগীর নাম প্রকাশ গায়েন। বয়স ৪৩ বছর। প্রকাশ পেশায় গাড়িচালক। বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন। গত শুক্রবার রাতে হঠাৎ তার পেটে ব্যাথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন। গতকালই তার ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু রবিবার হওয়ার ফলে গতকাল তার ছুটি হয়নি বলে পরিবারের দাবি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ গতকাল রাতে প্রকাশ হঠাৎই ওয়ার্ডের টেবিলে থাকা কাঁচি নিয়ে সকলকে ভয় দেখাতে থাকে।
তারপর সে মহিলা ওয়ার্ডে ও কাঁচি নিয়ে অতর্কিত ঢুকে পড়ে। প্রাণের ভয়ে কেউ তার কাছে যায়নি। হঠাৎই মহিলা ওয়ার্ডের সিঁড়ি বেয়ে চারতলা ছাদে উঠে পড়ে নিচে ঝাঁপ দেয়। তড়িঘড়ি প্রকাশকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে জরুরি বিভাগে থেকে ওটিতে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণিতের পরিবারসহ অন্যান্য রোগী আত্মীয়রা।