মাদারিহাট, ৯ নভেম্বর:- পাখির চোখ মাদারিহাট বিধানসভা। উপনির্বাচন। একদা বাম পরে বিজেপির গড় হিসেবে পরিচিত মাদারিহাটে এবার ঘাসফুল পতাকা ওড়াতে ময়দানে তৃণমূল কংগ্রেস। শনিবার মাদারিহাট ব্লকের রবীন্দ্রনগর এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আলিপুরদুয়ার জেলা সভাপতি। গোটা মাদারি হাটে এখন চাঁদের হাট।কে আসেননি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে। কলকাতা থেকে এসেছেন রাজ্যের দুই দাপুটে মন্ত্রী বিরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, আলিপুর দুয়ার বিধানসভার বিধায়ক সুমন কাঞ্জিলাল, জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ। আসছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
এদিন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো প্রচার করলেন বিরপাড়া চা বাগানে।এই চা বাগানের ভোট এবার নিজেদের পক্ষে আনতে সবরকম কসরৎ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মৃদুল বলেন ” একসঙ্গে সকলে মিলে মাঠে নামলে জয় নিশ্চিত”। আলিপুর দুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন ” নবীন, প্রবীণ সকলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটের ময়দানে কাজ করছেন। আমরা আশাবাদী জেতার বিষয়ে”। শেষ বেলার প্রচারে ঝড় তুলতে প্রস্তুত ঘাসফুল শিবির।