এই মুহূর্তে জেলা

পানিহাটি থেকে থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা।


উঃ২৪পরগনা, ১৯ অক্টোবর:- আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন ‘আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও শীর্ষ আদালত সকলেই বলছে ধৈর্য ধরতে হবে এবং সিবিআই এর উপরেও আমাদের আস্থা রাখতে হচ্ছে কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনায় অন্য যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। মুখ্যমন্ত্রী অডিও বার্তা নিয়ে বাবা বলেন ‘জুনিয়র ডাক্তাররা তাদের দশ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন।

আমি চাই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে ফেলুন।’ অনশন তুলে দেওয়ার বিষয় নিয়ে বাবা বলেন ‘অনশন একটা শেষ অস্ত্র। অনশন মানে মৃত্যু। আমরা কখনোই চাইনি এটা। যদিও আমরা জুনিয়র ডাক্তারদের সাথে যোগাযোগ রেখে চলেছি। যদি কেউ সুস্থ হয় তারা যাতে হসপিটালে ভর্তি হয় এবং নতুন করে সেই জায়গায় যাতে কেউ আসে এবং রিলে অনশন করেন। এ ব্যাপারে মা জানান ‘মুখ্যমন্ত্রী যাতে একটা আলোচনা করে এই অচলাবস্থা কাটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করেন। আমার খুব খারাপ লাগছে। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হলে এটা খুব ভালো লাগবে।আমার মেয়ের বিচার এখনো অধরা। আমার মেয়ের সঙ্গে কি ঘটেছিল সেটাই এখন আমি জানি না। তাই আন্দোলন তো করতেই হবে।