হুগলি, ১৭ অক্টোবর:- স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি ত্রিশক্তি ঘাট এলাকায় আজ সকালে স্থানীয় কিছু লোকজন স্নান করছিলেন। কয়েকজন কিশোর গঙ্গার ঘাটে পয়সা খুঁজছিল। সে সময় একটি ব্যাগ ভেসে আসতে দেখা যায়। ব্যাবগটিকে তুলে ঘাটের উপরে নিয়ে আসে তারা। জানা গেছে ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা ছিল। কিছু ঘুনে খাওয়া নোটও ছিল। আর ঘটনার খবর পৌঁছায় শেওড়াফুলি ফাঁড়িতে।
দুপুর গড়িয়ে বিকাল হতেই গঙ্গার ঘাটে হাজির হয় পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে। এক প্রত্যক্ষদর্শীর বলেন, গঙ্গা থেকে কিছু টাকা পেয়েছে। ব্যাগটায় কাদা লাগা ছিল যারা পেয়েছে তারা কলের জলে ধুচ্ছিল তখন দেখলাম। নোট ভর্তি ব্যাগ কোথা থেকে এল তা বলতে পারব না। ব্যাগে ঠিক কত টাকা ছিল তা অবশ্য জানা যায়নি।