এই মুহূর্তে জেলা

হাওড়ার রামকৃষ্ণপুর পল্লীর পুজোর থিমে এবার ‘সবুজায়ন’।

হাওড়া, ৯ অক্টোবর:- রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৭৮তম বর্ষ। হাওড়া শহরের প্রাচীন ঐতিহ্যবাহী এই ক্লাবের থিমে এবার তুলে ধরা হয়েছে ‘সবুজায়ন’। ক্লাবের তরফে মোহন বসু জানান, পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে সবুজায়ন। মণ্ডপ জুড়ে দেখা যাবে সবুজায়নের ছোঁয়া।

এবার সবুজায়নের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়েছি আমরা। বিশ্ব উষ্ণায়নের ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে। পরিবেশ দূষণের ফলে আবহাওয়ার তারতম্য ঘটছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পরিবেশ বাঁচানোর বার্তা দিয়েছি আমরা।