হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের ৭৮তম বর্ষ পুজোর শুভ সূচনা করলেন দূরদর্শন এবং বড় পর্দার অভিনেত্রী মৌ রায়। মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর দ্বারোদঘাটন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহন বসু সহ অন্যান্যরা। এদের পুজোর থিম ‘সবুজায়ন’। পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে সবুজায়ন।
মণ্ডপ জুড়ে দেখা যাবে সবুজায়নের ছোঁয়া। এবার সবুজায়নের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে। পরিবেশ দূষণের ফলে আবহাওয়ার তারতম্য ঘটছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে।