এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় পুজো উদ্বোধন এসে বিস্ফোরক দিলীপ ঘোষ।

হুগলি, ৬ অক্টোবর:- হুগলি উত্তরপাড়ার দেশবন্ধু পার্ক এলাকায় পূজা উদ্বোধন করতে আসেন দিলীপ ঘোষ। সেখানেই পূজা উদ্বোধন করতে এসে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি দিলীপ ঘোষ বলেন, রাজ্য ব্যাপি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য ব্যাপী সমস্ত ঘটে যাওয়া ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা তুচ্ছ ঘটনা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মানুষের মন তা মানে না। যেভাবে সাধারণ জনগণ রাত জেগে আন্দোলন করছে তা বিশ্বের এর আগে কোথাও ঘটেনি। যেভাবে সাধারণ মানুষ রাত জাগছে এরপরও যদি উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন উনি হয়তো পরিস্থিতি বুঝতে পারছেন না।

আরজিকর এরপর জয়নগর এমন কোন জেলা বা ব্লক নেই যেখানে কিছু হচ্ছে না। এটাও বাঙালিকে শুনতে হচ্ছে পুজোর সময় দুর্গাদের উপর অত্যাচার হবে এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে। যারা পুজোয় অনুদান নেয়নি তাদেরকে আমি অভিনন্দন জানাবো। কল্যাণ ব্যানার্জি বক্তব্যের কল্যাণ ব্যানার্জি ডাক্তারদের কর্মবিরতি নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন উনার দিদি আমার দিদি ছিয়াত্তর বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায় একটা পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছেন।