হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা দিয়ে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হাওড়া গোয়েন্দা পুলিশের দল সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবে হানা দিয়ে হাতেনাতে ১২ জনকে গ্রেফতার করে। বুধবার এদের হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবের ঘরে জুয়ার ঠেকে হানা দিয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দল ১২ জনকে গ্রেপ্তার করে এবং বোর্ডের নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা বাজেয়াপ্ত করে।
গ্রেফতার করা হয় ত্রিদিব দে (৪৯), সারতাজ খান (৬১), শেখ ইসমাইল (৫১), সিরাজ শেখ (৪৯), আর. মহেশ রাও (৩৮), রাজেতি শিবা (৩৪), সুরেশ পাসওয়ান (৪০), শঙ্কর রঘুবংশী (৬০), পরমেশ্বর লাল (৫৭), কার্তিক দত্ত (৪০), গোপী রজক (৪৬) এবং পরিতোষ প্রসাদ (৩৯)। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হলে গোপী রজকের ২ দিনের পুলিশ হেফাজত এবং অন্যান্য বাকি ১১ জনকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।