এই মুহূর্তে জেলা

কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। হাওড়ায় বললেন অধীর।


হাওড়া, ২২ সেপ্টেম্বর:- অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর রঞ্জন চৌধুরী ছিলেন দলের মধ্যে পুরোপুরি ‘মমতা-বিরোধী’। তুলনায় দলে ‘নরমপন্থী’ ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে এবার আনা হয়েছে। এ বিষয়ে রবিবার বিকেলে হাওড়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি (শুভঙ্কর সরকার) ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ একথা কেন বলব? উনি তো কংগ্রেসেরই সভাপতি। উনি তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবেন কেন? হঠাৎ করে এই সভাপতি বদল করা হয়নি।

অনেক দিন ধরেই এই প্রক্রিয়া চলছিল। হঠাৎ করে এই বদল হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। আমাদের মতামত নেওয়া হয়েছিল। অনেকের মতামত নেওয়া হয়েছিল।” প্রসঙ্গত, আরজি করের নারকীয় হত্যাকান্ডের ন্যায়বিচার এবং অপরাধী ও চক্রান্তকারীদের চরমতম শাস্তির দাবিতে রবিবার বিকেলে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়ায় এক মহামিছিলের ডাক দেওয়া হয়। সেখানেই অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। হাওড়া ময়দান থেকে এদিন মিছিল শুরু হয়। শিবপুর কাজীপাড়া মোড় পর্যন্ত হবে ওই মিছিল।