এই মুহূর্তে জেলা

আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।


হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, এসডিপিও চন্ডীতলা তমাল সরকার, চন্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল সহ পুলিশ আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদেরকে আত্মরক্ষার কৌশল শিখিয়ে শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করা। চন্ডীতলা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই শিবিরে আত্মরক্ষার কৌশল শিখবে। ছাত্রীরা জানান, আর জি করের ঘটনার পর তাদের আরো বেশি করে আত্মরক্ষার কৌশল শেখা উচিত।প্রাথমিক নিজেদের রক্ষা করা যাবে এতে।