এই মুহূর্তে জেলা

আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ রিষড়ায়।

হুগলি, ১ সেপ্টেম্বর:- আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও ধরনা কর্মসূচি করছে। রবিবার রিষড়া চারবাতির মোড়ে এই নারকীয় ঘটনার প্রতিবাদে শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ধরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পৌলোমি চক্রবর্তীর নেতৃত্বে মহিলারা এই ধরনের মঞ্চ থেকে দাবি তোলেন,

যেভাবে আরজি করে করে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়েছে, তার তারা তীব্র নিন্দার পাশাপাশি অবিলম্বে দুষ্কৃতিদের ফাঁসির দাবিও তোলেন অবস্থান মঞ্চ থেকে। পৌলোমী চক্রবর্তী জানান সিবিআই তদন্তভার গ্রহণ করার পর আজকে ২২ দিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত সিবিআই তদন্তের কোনরকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং সিবিআই এর পক্ষ থেকেও কোন কিছু জানানো হচ্ছে না।

তাই আমরা অবিলম্বে ধর্ষকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও তোলেন তারা।ধরনা মঞ্চ থেকে মুহুর্মুহু ধ্বনি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। এদিনের ধরনা কর্মসূচিতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকার এবং হর্সপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ।