এই মুহূর্তে জেলা

বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।

হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে খরুয়াবাজারে শেষ হয়।

যাওয়ার পথে আশপাশের দোকানদারদের আগামীকাল দোকান খুলে রাখার বার্তা দেন বিধায়ক। একই সঙ্গে তৃণমূল কর্মীরা ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তুলতে থাকেন। বিধায়ক অসিত মজুমদারও এ দিন সেই স্লোগানকে সমর্থন করে সাংবাদিকদের প্রশ্নেও বলেন, জোর করে বনধ করতে গেলে ধোলাই হবে, পেটাই হবে। ইট ছুঁড়লে বিজেপিও অবশ্য পাল্টা পাটকেল ছোঁড়ার বার্তা দেন।