এই মুহূর্তে জেলা

চিকিৎসার গাফিলতে যুবকের মৃত্যুর অভিযোগ, এমার্জেন্সি ভাঙচুর,আহত নার্স চিকিৎসক।

বসিরহাট, ২৩ আগস্ট:- বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোলবেরিয়া গ্রামে বছর ৩৫ এর সামাদ মন্ডল হার্ডের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না অন্যদিকে তার ঠিক মতো চিকিৎসা হয়নি। হঠাৎই আজ সকাল বেলা হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খারাপ দুপুর বারোটা নাগাদ সামাদ মন্ডলের মৃত্যু হয়

এই খবর গ্রামে পৌঁছাতে মৃত রোগীর পরিবার সব গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে মেল মেডিকেলে ভাঙচুর চালায়। কর্তব্যরত রাত ও চিকিৎসকদের মারধর করে বলে অভিযোগ এমনকি অন্যান্য রোগীর পরিবারের লোক যুদ্ধ করে ইমারজেন্সি রুমের কম্পিউটার ভাঙচুর করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মৃত পরিবারের অভিযোগ গিপ্ত ছিল না ঠিকমত ওষুধ দেওয়া হয়নি, যার জন্য তাদের মৃত্যু হয়েছে।

সদস্যর বারবার হাসপাতালে কর্তৃপক্ষকেকে জানিয়েছিলাম যে তাদের পরিবারের সদস্য সামাদ মন্ডলের চিকিৎসা হচ্ছে না যার কারণে মৃত্যু হয়েছে, যেভাবে আরজিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি চলছে তাতে সাধারণ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। যার জন্য মৃত্যু হলেও আমাদের এই ছেলের আমরা এর বিচার চাই। এই নিয়ে হাসপাতালে সামনে মৃত রোগীর পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রনে আনেন।