হুগলি, ১৭ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের ইমারজেন্সির পাশে বাঁধা হয়েছে মঞ্চ।সেখানেই অবস্থান চিকিৎসকদের। আই এম এ ইমামবাড়া জেলা হাসপাতাল এর চিকিৎসক ও কর্মচারী বৃন্দ এবং বেঙ্গল কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলছে ধর্মঘট। হাসপাতালে কোনো টিকিট দেওয়া হচ্ছে হচ্ছে না। ডাক্তারবাবুরা কেউ আউট ডোরে বসবেন না। যেখানে মঞ্চ হয়েছে সেখানেই টেবিল পেতে রোগি দেখছেন চিকিৎসকরা। আর সেখানে উপচে পড়েছে রোগিদের ভীর। পরিষেবা নিতে আসা রোগিরা জানান বন্ধ থাকায় তাদের সমস্যা হচ্ছে।
তবে বাইরে রোগি দেখার ব্যবস্থা হওয়ায় কিছুটা হলেও সুরাহা হয়েছে। ইমামাবাড়া হাসপাতালের চিকিৎসক পার্থ ত্রিপাঠি জানান, আজ ওপিডি বন্ধ থাকবে। কিন্তু গরীব মানুষের কথা ভেবে বাইরে চিকিৎসকরা কিছু রোগি দেখবেন ওষুধও দেবেন। আর জি করের ঘটনার প্রতিবাদে তাঁরা অবস্থান করবেন গোটা দিন। বিকালে হাসপাতাল থেকে ঘড়ির মোর মিছিল হবে।