এই মুহূর্তে জেলা

আরজি করে ডাক্তার পড়ুয়া ছাত্রী খুনে দোষীদের শাস্তির দাবিতে হাওড়ায় মোমবাতি মিছিল।

হাওড়া, ১৩ আগস্ট:- আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ফের পথে নামলেন হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন তাঁরা মোমবাতি মিছিল করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

ঘটনার প্রতিবাদে মুখর হন চিকিৎসকরা। তাঁরা হুমকি দেন যতদিন না ঘটনায় দোষীদের গ্রেফতার করা হবে ততদিন বিক্ষোভে পথে নামবেন তাঁরা। হাসপাতালের সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিলেও জুনিয়র ডাক্তাররা সাময়িক কর্মবিরতি করছেন। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে বলে তাঁদের দাবি।