এই মুহূর্তে জেলা

দোষীদের উপযুক্ত শাস্তি, প্রয়োজনে সিবিআই তদন্ত, আরজি করের মৃত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী।

পানিহাটি, ১২ আগস্ট:- আরজিকর কান্ডে সারা রাজ্য যখন তোলপাড় বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় আর আজই পানিহাটি নাতাগর অম্বিকা মুখার্জি রোড সি আর এভিনিউ বাসিন্দা, আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডাক্তার ছাত্রীর বাড়িতে আসলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানাবেন তার বাবা ও মাকে এবং এই কর্মকাণ্ডের যাতে উপযুক্ত শাস্তি হয় তার সম্পূর্ণভাবে আইনি পরামর্শ দিলেন পুলিশকে আমরা হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্টের পুরনো স্টাফডের ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন দোষীদের শাস্তি ও উপযুক্ত সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে পুলিশকে দরকার হলে সিবিআই তদন্ত করেও দেখতে পারে এই নির্মণ হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কাউকেই ছাড়া হবে না এই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার বিনোদগোয়েল বলেন প্রত্যেককেই আমরা ডেকে তদন্তের আওতায় আনা হবে বলে জানান পুলিশ কমিশনার।