এই মুহূর্তে জেলা

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদ হুগলি জেলা হাসপাতালে।


হুগলি, ১০ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল।সেই হাসপাতালে চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পড়ে পরিষেবা চালু রাখেন।৪৮ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন,কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে!নিরাপত্তার অভাব বোধ করছি। আর জি কর মেডিকেল কলেজে প্রাক্তনী চিকিৎসক রাহুল কর্মকার বলেন,

এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস বলেন,মহিলা হিসেবে আমরা খুব ভয়ে রয়েছি।আরজি করে যেটা হয়েছে সে ঘটনা বিরল।এত বড় হাসপাতালে যদি এই ঘটনা ঘটতে পারে জেলা গ্রামীণ হাসপাতালগুলো কি অবস্থা হতে পারে সহজেই অনুমেয়।এখানে নিরাপত্তা বলে কিছুই নেই।আমরা বিভিন্ন জেলা থেকে পড়তে আসি।

বাড়ি ঘর ছেলে হোস্টেল হসপিটাল ওয়ার্ডে আমরা পরে থাকি সেখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে। মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতে হবে। রাতে আমাদের কাজ করতেই হবে কিন্তু এই পরিবেশটাকে বদল করতে হবে। আজ জেলার হাসপাতাল গুলোয় কালো ব্যাচ পড়ে প্রতিবাদ করেন চিকিৎসকরা। চিকিৎসক সায়ন ঘোষ বলেন, আর জি কর কান্ডের তাড়াতাড়ি বিচার চাই,যে সত্যিকারের দোষী তাকে গ্রেফতার করা হোক।না হলে আগামী দিনে প্রতিবাদ চলবে।