উঃ২৪পরগনা, ৬ আগস্ট:- দুপুরের টানা দু ঘন্টা বৃষ্টিতে হাসপাতালে মহিলাদের প্রস্তুতি বিভাগ সহ সমস্ত বিভাগের মধ্যে জল জমে গেছে। শুধু মাত্র প্রসূতি বিভাগেই নয়, হাসপাতালের ইমার্জেন্সি সামনেও জমে গেছে জল। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা সেই জল পাড়িয়েই চিকিৎসা করানোর জন্য যেতে বাধ্য হচ্ছেন। এছাড়াও প্রসূতি বিভাগের চিকিৎসাধীন রোগীরা আতঙ্কে রয়েছে। হাসপাতালের সুপার শুভদ্বীপ বানার্জি NKTV বাংলার ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি জানান, এই সমস্যার স্থায়ী সমাধান KMDA এর হাতে।
তিনি এই সমস্যার স্থায়ী সমাধান করতে অপারগ। তবুও যাতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও চিকিৎসাধীন রোগীদের কোন সমস্যা না হয় তিনি পাম্প আনিয়ে তার সাহায্যে জমা জল বার করে দেওয়ার ব্যবস্থা করছেন। তবে এখন প্রশ্ন একটাই, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের ভিতরে জল জমার স্থায়ী সমাধান কবে পাবেন রোগীরা ???