কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা পরিচালনার ক্ষেত্রে লাগাতার বৈষম্য করছেন বলে, ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে।
সাম্প্রতিক কালে রাজ্যের মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে বিধানসভায় বিরোধীদের তরফে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব নিয়ে আসা হলেও অধ্যক্ষ তৎক্ষণাৎ তা খারিজ করে দিয়েছেন। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেই তিনি শাসক দলের সদস্যদের বিরোধীদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনার জন্য প্ররোচিত করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। সরকারের নীতি বা ভূমিকার সমালোচনা করারও কোনো অবকাশ অধ্যক্ষ দিচ্ছেন না বলে বিরোধীদের অভিযোগ।