হুগলি, ২৮ জুলাই:- দিল্লীতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে। এমনই দাবী তৃনমুলের। পাশাপাশি বাংলা ভাগের চাক্রান্তের প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল তৃনমুলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে শুরু হয় খরুয়ার বাজার মনিকোঠা হয়ে মিছিল শেষ হয় তোলাফটকে। গতকাল দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাকে মাত্র পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে এটা অপমানজনক তিনি আর কোন নীতি আয়োগ এর বৈঠকে থাকবেন না বলে জানান। তার বক্তব্যের মাঝে বেল বাজিয়ে স্টপ বলে অসম্মানিত করা হয়েছে। বিধায়ক অসিত মজুমদার বলেন,মুখ্যমন্ত্রীর অপমান মানে বাংলার অপমান বাঙালির অপমান। তা বরদাস্ত করা হবে না।পাশাপাশি বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে এর প্রতিবাদও চলবে।