হুগলি ২৫ জুলাই:- তৃণমূল প্রধানের অপসারণের দাবি তুলে পঞ্চায়েতের সামনে স্লোগান দিল তৃণমূলেরই সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায়। এই পঞ্চায়েতের মোট ২১ টি আসন। তৃণমূলের দখলে ১৯ টি, ১টি কংগ্রেস এবং দু’টি বিজেপির দখলে। প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর। বৃহস্পতিবার বিকেলে বেশিরভাগ তৃণমূল সদস্যরাই প্রিয়াঙ্কা সুরের বিরুদ্ধে পঞ্চায়েতের গেট আটকে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পঞ্চায়েতের নিজস্ব টাকা নয় ছয় করছে পঞ্চায়েতের প্রাক্তন কর্মী শাহজাহান।
অথচ প্রধান সবকিছু জেনে বুঝে চুপচাপ। তাদের দাবি, শাহজাহানের স্থানীয় দোকান থেকে বিডি, সিগারেট সহ বিভিন্ন সামগ্রী কিনছেন। অথচ, টাকা দেওয়া হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে। শাহজাহান বর্তমানে অন্য পঞ্চায়েতে বদলি হয়েছেন। তাও কিভাবে তার কথায় পঞ্চায়েত নিজস্ব ফান্ড থেকে সেই বিল মিটাচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন তারা। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দুর্নীতির সঙ্গে জড়িত। যদিও প্রধানের দাবি, তিনি বিষয়টি জানতেন না, আজ শুনেছেন খোঁজখবর নেবেন। অন্যদিকে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তার প্রতিক্রিয়া মেলেনি।