এই মুহূর্তে জেলা

কোন্নগরে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার প্রোমোটার।

হুগলি, ২৫ জুলাই:- বেআইনি নির্মান নিয়ে প্রতিবাদ করায় প্রতিবাদির বাড়িতে গিয়ে দলবল নিয়ে মারধর ও হুমকির অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগরের ক্রাইপাড় রোডে। পুলিশ জানিয়েছে ধৃত প্রমোটারের নাম রাজু সিং চৌহান ও তার সঙ্গী সঞ্জীব দাস। ধৃতদের বাড়ি কোন্নগরের ক্রাইপাড় রোডে। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দেন। ধৃতদের ৭ দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জবর দখল রাস্তা পরিস্কার ও বেআইনি নির্মান বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুরসভাগুলি। কোন্নগরে অভিযুক্ত প্রমোটারের বেআইনি নির্মান নিয়ে কোন্নগর পুরসভায় অভিযোগ দায়ের করে একটি পরিবার।

সেই অভিযোগ খতিয়ে দেখে কোন্নগর পুরসভা বে আইনি নির্মান ভেঙে ফেলার নির্দেশ দেয় পুরপ্রশাসন। তাতেই প্রমোটারের গোসা হয়।বদলা নিতে তিনি দলবল নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে চড়াও হন। এরপর তাকে মারধর করে প্রমোটার রাজু ও তার সঙ্গী সঞ্জীব। ওই ঘটনায় আক্রান্ত পরিবার কোন্নগড় ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রমোটার ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে। গোটা ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়। নবগ্রাম এলাকায় ছাড়াও আরো কিছু প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গেছে এই অভিযুক্তের বিরুদ্ধে। আগামী দিনে আরো কিছু নাম সামনে আসবেই বলে মনে করছে এলাকার বাসিন্দারা।