হুগলি , ২০ জুলাই:- শ্রাবণ মাস পড়ে গেলেও শ্রাবণীমেলা শুরু গুরু পূর্ণিমা থেকেই, তার আগেই জমজমাট ভিড় বাবা ধামের দিকে। চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত, পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য শিবির বৈদ্যবাটি পুরসভার। আগামীকাল গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা। বৈদ্যবাটি বিভিন্ন ঘাট থেকে জল তুলে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে তারকেশ্বর এ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে রওনা দেবেন। তার আগে আজ শনিবার বিকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই ভিড় নিয়ন্ত্রণে একাধিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
শ্রীরামপুর থানা ও শেওড়াফুলি রেলপুলিশ মিলিয়ে প্রায় হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বৈদ্যবাটি বিস্তীর্ণ এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি ও হাইমাস লাইট। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কাঁধে বাকের জায়গায় কাঁধে করে বাচ্চা নিয়ে মানসিক পুজো দিতে তারকনাথের পথে যেতে। রাস্তায় পূর্ণার্থীদের যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য বৈদ্যবাটি পৌরসভার তরফ থেকে করা হয় স্বাস্থ্য পরীক্ষা ও জলছত্র শিবির। এবং বৈদ্যবাটি পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক সুরক্ষা ব্যবস্থা।
বৈদ্যবাটির সিআইসি সুবীর ঘোষ বলেন দশ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি আজ থেকেই আমাদের এই ক্যাম্প শুরু। জল তুলে তারকেশ্বরের দিকে যেতে গিয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন তাদেরকে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। তবে শুধু ক্যাম্প নয় বৈদ্যবাটি পৌরসভায় বিভিন্ন জায়গাতেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। মাইকিং হাইমাস লাইট সিসিটিভি লাগানো ঘাটে যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে, তার জন্য বাড়তি নজরদারি সবই রাখা হয়েছে বৈদ্যবাটি পৌরসভার তরফ থেকে। তবে আজকে থেকেই যে পরিমাণ মানুষ যাচ্ছেন তাতে এবছর অনুমান করা যায় বিগত বছরগুলি থেকে এ বছর ভিড় অনেকটাই ছাপিয়ে যাবে।