হাওড়া, ১৯ জুলাই:- জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায়। বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হলো আলমারি থেকে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে আসে হাওড়ার সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পালচৌধুরী।
জানা গেছে, সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগোড় হাজিসাহেব পাড়ার জরির ব্যবসায়ী মীরজান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই কারণেই বাড়িতে রাখা হয়েছিল সোনার গয়না ও নগদ অর্থ। বৃহস্পতিবার রাতে ছাদের দরজা ও জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কি ভাবে পেলো আলমারির চাবি তা নিয়ে উঠেছে প্রশ্ন ? চুরির সাথে যুক্ত রয়েছে পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।