এই মুহূর্তে জেলা

ঠিকা কর্মীদের অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা বালি পুরসভায়।


হাওড়া, ১৬ জুলাই:- বালি পুরসভায় ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকা কর্মীদের অবস্থান-বিক্ষোভ ঘিরে উত্তেজনা। দীর্ঘ দু’বছর ধরে বিল এবং বেতন নিয়ে সমস্যার কারণেই মঙ্গলবার দুপুরে তাঁরা অবস্থান করেন বলে জানা গেছে। বিক্ষোভ চলে বালি পুরসভার ফাইন্যান্স বিভাগের অফিসের সামনে। অফিসারকে আটকে রেখেই চলে বিক্ষোভ। যতক্ষণ না সমস্যার সমাধান হবে লাগাতার এই বিক্ষোভ চলবে বলে এদিন হুমকি দেন ঠিকা কর্মীরা। যদিও ফিন্যান্স অফিসার কল্যাণ প্রামাণিকের দাবি, তিনি মাত্র মাস চারেক এই পদের দায়িত্ব নিয়েছেন।

তিনি থাকাকালীন যেসব ফাইল তাঁর দফতরে এসেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই ফিন্যান্সের সরকারি নির্দেশ লঙ্ঘন করে কাজ হয়েছে। টেন্ডার ছাড়াই একই এজেন্সিকে দিয়ে বারবার কাজ পাইয়ে দেওয়া হয়েছে। যেখানে সরকারি নির্দেশ লঙ্ঘন করে কাজ হয়েছে সেই বিল তিনি কিভাবে ছাড়বেন এই কথা তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। এদিকে, এদিন পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।