হুগলি, ১৪ জুলাই:- আজ চন্দননগর তৃনমূলের রক্তদান শিবিরে রক্ত দান করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদকে সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। রচনা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে একটা ভীষণ ভালো প্রয়াস।কারন আমরা জানি একটা মানুষ অসুস্থ হলে আজকের দিনে রক্ত পাওয়া অসম্ভব একটা ব্যাপার।
আমার নিজের লোক দিয়ে আমি বুঝতে পারি। সারারাত গাড়ি নিয়ে দৌড়ালেও রক্ত পাওয়া যায় না। যতই সোর্স থাকুক না কেন যতই চেনা পরিচিত থাকুক না কেন রক্ত পাওয়া যায় না। তাই বলব রক্তদান শিবিরের আয়োজন করা ভীষণ প্রয়োজন। সাধারণ মানুষের জন্য ভীষণ প্রয়োজন। চন্দননগরের জন্য সব সময় কিছু করতে আমি মুখে থাকবো। হুগলি আমার এখন দ্বিতীয় ঘর কলকাতা প্রথম ঘর। তাই যখন রচনা বন্দ্যোপাধ্যায় কে ডাকবেন রচনা বন্দ্যোপাধ্যায় থাকবে। এদিনের অনুষ্ঠানে শহরের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।